ঢাল১ [ ḍhāla ] বি. গড়ানে বা ঢালু জমি; ঢল (পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা)। [বাং. ঢল + অ]।
ঢাল২ [ ḍhāla ] বি. অস্ত্রাদির আঘাত প্রতিরোধে ব্যবহার্য চামড়া ইত্যাদির তৈরি ফলক, বর্ম।
[সং. ঢাল]।
ঢালী বিণ. বি. ১. ঢালধারী, ঢালধারী যোদ্ধা; ২. উপাধি বা পদবিবিশেষ।
Leave a Reply