ঢেঁকি [ ḍhēnki ] বি.
১. ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ;
২. (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)।
[মুন্ডা.ডিংকি]।
ঢেঁকিকল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ।
ঢেঁকিশাক বি. ভোজ্য শাকবিশেষ।
ঢেঁকিশাল বি. ঢেঁকিঘর।
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্হাতেই ভালো কিছু হতে পারে না।
বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা।
Leave a Reply