ডুবা ক্রি.
১. জলে নিমগ্ন হওয়া;
২. প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে);
৩. সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে);
৪. অস্ত যাওয়া (চাঁদ ডুবল);
৫. নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে);
৬. সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply