ডোম১ [ ḍōma ] বি. কাচের তৈরি গোলাকার বাতির চিমনি, ডুম।
[ইং. dome =গম্বুজের মতো গোল আকৃতি]।
ডোম২ [ ḍōma ] বি. অনুন্নত হিন্দু জাতিবিশেষ, (সচ.) শ্মশানে শবদাহকার্যে সাহায্যকারী এবং বেতের কুলো ডালা প্রভৃতি নির্মাণকারী ও বিক্রয়কারী জাতিবিশেষ।
[প্রাকৃ. ডোংব, ডুম্ব]।
স্ত্রী. ডোমনি, ডুমনি।
ডোমকাক বি. দাঁড়কাক।
ডোমচিল বি. গোদাচিল।
Leave a Reply