ডিঙা৩, (চলিত) ডিঙি১ [ ḍiṅā, ḍiṅi ] বি. পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো অবস্হা বা লাফ।
[তু. ডিঙা২]।
ডিঙি মারা, ডিঙা মারা ক্রি. বি. ওইভাবে দাঁড়ানো বা লাফানো।
ডিঙি২ [ ḍiṅi ] বি. ক্ষুদ্র ডিঙা (জেলে ডিঙি)।
[বাং. ডিঙা + ই (ক্ষুদ্রার্থে)]।
Leave a Reply