ডাকা [ ḍākā ] ক্রি.
১. কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে);
২. শব্দ করা (নাক ডাকে);
৩. গর্জন করা (মেঘ ডাকে);
৪. সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?);
৫. আহ্বান করা (ওকে ডাকো);
৬. স্মরণ করা (ভগবানকে ডাকো);
৭. দর্ হাঁকা (নিলাম ডাকা);
৮. পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ. মুখরিত, ধ্বনিত (‘পাখি ডাকা সন্ধ্যা’: বিভূতি)।
[বাং. √ ডাকা]।
ডাকাডাকি বি. ১. ক্রমাগত আহ্বান করা; ২. চেঁচিয়ে ডাকা।
ডাকানো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)।
☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।
ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা (‘ডাকিয়া বলিতে হবে’: রবীন্দ্র)।
Leave a Reply