ডাক১ [ ḍāka ] বি. ডাহুক পাখি।
[সং. ডাহুক]।
ডাক২ [ ḍāka ] বি. প্রতিমা সাজাবার জন্য শোলা রাংতা জরি ইত্যাদির অলংকার (ডাকের সাজ)।
[হি. ডাঁক]।
ডাক৩ [ ḍāka ] বি.
১. সম্বোধন (এই ডাক শুনতে ভালোই লাগে);
২. আহ্বান (‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’: রবীন্দ্র);
৩. বুলি, কথা, শব্দ (পাখির ডাক, পশুর ডাক);
৪. চিত্কার, হাঁক (ডাক ছাড়া, ডাক পাড়া);
৫. উচ্চনাদ, গর্জন (মেঘের ডাক);
৬. নিলামে ক্রেতার হাকা দর (দশ টাকা ডাক উঠেছে);
৭. খ্যাতি (নামডাক)।
☐ বিণ. সচরাচর ডাকবার জন্য ব্যবহৃত (ডাকনাম)।
[তু. হি. √ ডহক]।
ডাকের সুন্দরী — সর্বজনখ্যাত সুন্দরী।
এক ডাকে চেনা ক্রি. বি. খ্যাতির জন্য নাম উচ্চারণমাত্র চিনতে পারা।
ডাক৪ [ ḍāka ] বি. শিবের অনুচরবিশেষ।
[সং.]।
ডাকসিদ্ধ বিণ. তপস্যার দ্বারা শিবের অনুচর ডাককে স্বীয় নির্দেশ পালনে বাধ্য করেছে এমন।
তু. প্রেতসিদ্ধ।
ডাক৫ [ ḍāka ] বি. গোপজাতীয় জনৈক জ্ঞানী ব্যক্তি যাঁর অনেক উক্তি খনার বচনের মতো প্রবাদে পরিণত (ডাকের কথা)।
ডাকপুরুষ বি. জ্ঞানী ব্যক্তি।
[< তিব্বতি ব্দগ্=জ্ঞান]।
ডাক৬ [ ḍāka ] বি.
১. দূরপথে যাবার ও চিঠিপত্রাদি পাঠাবার জন্য যানবাহন ব্যবস্হা (ঘোড়ার ডাক);
২. চিঠিপত্রাদি বহনের ও বিলির সরকারি ব্যবস্হা (ডাকবিভাগ);
৩. চিঠিপত্রাদি (আজকের ডাক এখনও আসেনি)।
[হি. ডাক্]।
ডাকগাড়ি বি. চিঠিপত্রাদি বহনকারী দ্রূতগামী যান বা রেলগাড়ি।
ডাকখানা, ডাকঘর বি. পোস্ট অফিস।
ডাকটিকিট বি. ডাক মাশুলের নিদর্শক ছাপানো কাগজখণ্ড।
ডাকপিয়ন বি. চিঠিপত্র বিলির কাজে নিযুক্ত কর্মচারী।
ডাকবাক্স বি. ডাকঘর কর্তৃক স্হাপিত চিঠি ফেলার বাক্স।
ডাকহরকরা বি. ডাকের থলি এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী কর্মচারী।
Leave a Reply