ডেক১ [ ḍēka ] বি. জাহাজ বা স্টিমারের পাটাতন বা মেঝে।
[ইং. deck]।
ডেকচেয়ার বি. জাহাজ বা স্টিমারের ডেকে পেতে বসার উপযুক্ত হালকা চেয়ার।
ডেক২, ডেগ [ ḍēka, ḍēga ] বি. ধাতুনির্মিত বড় হাঁড়ি।
[ফা. দেঘ্]।
ডেকচি বি. ছোট হাঁড়ি, ডেক-এর চেয়ে ছোট রন্ধনপাত্রবিশেষ।
[ফা. দেঘ্ + তুর. চি]।
Leave a Reply