ডিম্ব [ ḍimba ] বি. ১. ডিম, অণ্ড; ২. (বিরল) বিদ্রোহ, বিপ্লব।
[সং. √ ডিম্ব্ + অ]।
ডিম্বকোষ বি. পুষ্পযোনি।
ডিম্বজ বিণ. ডিম থেকে জাত বা উত্পন্ন।
ডিম্বাকার বিণ. ডিমের মতো আকারবিশিষ্ট।
ডিম্বাণু বি. ডিম্বাশয়ের মধ্যস্হ কোষ বা রজোডিম্ব যা ভ্রূণে পরিণত হয়, ovum (বি. প.)।
ডিম্বাশয় বি. স্ত্রী-জীবের রজোডিম্বের আধার; (উদ্ভিদ.) বীজকোষ, ovary (বি. প.)।
Leave a Reply