ডাল১, ডাইল, দাল [ ḍāla, ḍāila, dāla ] বি. খোসা ছাড়ানো বা ভাঙা মুগ, ছোলা, মুসুরি প্রভৃতির দানাশস্য।
[সং. দল, দালি]।
ডালপুরি বি. ডালবাটার পুর দিয়ে প্রস্তুত পুরি বা লুচি।
ডালমুট বি. তেল-ঘিয়ে ভাজা এবং নানান মশলাযুক্ত ছোলা বা মটরের ডাল।
ডাল২ [ ḍāla ] বি. বৃক্ষশাখা (ডালপালা)।
[দেশি]।
ডালপালা বি. শাখাপ্রশাখা।
Leave a Reply