ডাইন১, (চলিত) ডান১ [ ḍāina, ḍāna ] বিণ. বি. দক্ষিণ, বামেতর (ডাইনে যাবে, ডান হাত)।
[সং. দক্ষিণ > প্রা. দাহিণ]।
ডান দিক — ডান হাতের দিক।
ডান হাত বি. ১. দক্ষিণ হস্ত; ২. (আল.) প্রধান সহায় বা সহচর (ওই চাকরটিই তাঁর ডান হাত)।
ডান হাত বাঁ হাত করা ক্রি. লেনদেন করা; হাতফেরতা করা।
ডান হাতের কাজ, ডান হাতের ব্যাপার বি. ভোজন, আহার।
ডাইনে আনতে বাঁয়ে কুলায় না — আয়ের চেয়ে ব্যয় বেশি হয়।
ডাইন২, ডাইনি, ডান২ [ ḍāina, ḍāini, ḍāna২. ] বি. ডাকিনী, কুহকিনী, মায়াবিনী; জাদুকরী।
[সং. ডাকিনী]।
Leave a Reply