ডলা [ ḍalā ] ক্রি. ১. মর্দন বা মালিশ করা; ২. টেপা; ৩. পেষণ করা, ঠাসা (ময়দা ডলা)।
☐ বি. উক্ত সব অর্থে।
[সং. √ দল্ + বাং. আ]।
ডলাইমলাই বি. সংবাহন, massage, গা মালিশ বা মর্দন করা।
ডলানো ক্রি. মর্দন বা মালিশ করানো; টেপানো; পেষণ করানো; ঠাসানো।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply