ডাকাত, (বর্ত. অপ্র.) ডাকাইত [ ḍākāta, ḍākāita ] বি. দস্যু, প্রকাশ্যে বলপূর্বক হরণকারী।
[হি. ডকৈত, ডাকুয়া]।
ডাকাত পড়া ক্রি. বি. ডাকাতের আক্রমণ হওয়া (জমিদারবাড়িতে ডাকাত পড়েছে)।
ডাকাতি বি. ১. দস্যুবৃত্তি (ডাকাতি করে বড়লোক হয়েছে); ২.দস্যুবৃত্তির ঘটনা (প্রায়ই ডাকাতি হয়)।
☐ বিণ. ১. ডাকাতসংক্রান্ত; ২. ডাকাতিসংক্রান্ত।
ডাকাতে বিণ. ১. ডাকাতসংক্রান্ত; ডাকাতদের; ২. ডাকাততুল্য (ডাকাতে সাহস)।
ডাকাতে কালী — ডাকাতদের উপাস্যা কালী বা কালিকাদেবী।
Leave a Reply