ডুমুর [ ḍumura ] বি. তরকারি রেঁধে খাওয়ার উপযুক্ত গোলাকার ও সবুজ রঙের বহুবীজ ফলবিশেষ, উডুম্বর।
[সং. উডুম্বর]।
ডুমুরফুল, ডুমুরের ফুল (ড়ুমুরের ফুল ফলের ভিতরে থাকে এবং বাইরে থেকে দেখতে পাওয়া যায় না বলে) অদৃশ্য বস্তু বা ব্যক্তি; বিরলদর্শন বস্তু বা ব্যক্তি।
Leave a Reply