ডর [ ḍara ] বি. ভয়, শঙ্কা। [হি. ডর-তু. সং. দর]। ডরা ক্রি. (কাব্যে ও কথ্য) ভয় করা, ভয় পাওয়া। ডরানো ক্রি. ভয় করা, ভয় পাওয়া, ডরা (কাউকে সে ডরায় না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। Category: ড, বাংলা অভিধানপূর্ববর্তী:« ডম্বুরুপরবর্তী:ডরা »
Leave a Reply