ঠাকুর [ ṭhākura ] বি.
১. দেবতা (ঠাকুর-দেবতা মানে না);
২. দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব);
৩. ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো);
৪. রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর);
৫. পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর);
৬. গুরু; ৭. ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত;
৮. ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)।
স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন।
ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ।
ঠাকুরঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর।
ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি — অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া।
ঠাকুর জামাই বি. নন্দাই।
ঠাকুর ঝি বি. ননদ।
ঠাকুর দাদা বি. পিতামহ।
ঠাকুর দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ।
ঠাকুর পো বি. দেবর।
ঠাকুর বাড়ি বি. মন্দির।
ঠাকুর মহাশয়, ঠাকুর মশাই বি. পুরোহিত।
ঠাকুর মা বি. পিতামহী।
ঠাকুর সেবা বি. দেবতার পূজা।
ঠাকুরাল, ঠাকুরালি বি.
১. প্রভুত্ব; প্রাধান্য;
২. দেবতাসুলভ মহিমা বা ছলনা (‘ছাড় তোমার ঠাকুরালি’)।
Leave a Reply