ঠক১ [ ṭhaka ] বিণ. বি. যে ঠকায়, প্রতিরক।
[ হি. ঠগ]।
ঠক২ [ ṭhaka ] বি. কঠিন বস্তু ঠোকার বা তার সঙ্গে সংঘর্ষের আওয়াজ (দেওয়ালে মাথা ঠক করে লাগল)।
[ধ্বন্যা]।
ঠক ঠক বি. ক্রি-বিণ. ১. ক্রমাগত ঠক শব্দ; ২. দ্রুত এবং প্রবলভাবে (ঠক ঠক করে কাঁপা)।
ঠকঠকানি বি. ঠক ঠক শব্দ; জোর কাঁপুনি।
ঠকঠকানো ক্রি. বি.
১. ঠক ঠক শব্দ করা;
২. ভয়ে বা শীতে প্রবলভাবে কম্পিত হওয়া;
৩. খালি অবস্হায় কাঠের বা মাটির পাত্র নেড়ে দেখা (ভাঁড়ে ঘি নেই, ঠকঠকালে কী হবে?)।
ঠকঠকি বি. তাঁতবিশেষ।
Leave a Reply