ঠাস১ [ ṭhāsa ] বিণ.
১. ঘন (ঠাসবুনানি);
২. ঘেঁষাঘেঁষি (ঠাস হয়ে বসা)।
[দেশি]।
ঠাসা ক্রি.
১. গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা);
২. চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে);
৩. চেপে ঢুকানো;
৪. বোঝাই করা, ভরে দেওয়া;
৫. মর্দন করা (ময়দা ঠাসা)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
ঠাসাঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)।
ঠাস২ [ ṭhāsa ] জোরে চড় মারার বা অনুরূপ আওয়াজ (ঠাস করে চড় মারল)।
[ধ্বন্যা.]।
ঠাস ঠাস বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠাস শব্দ; ক্রমাগত ঠাস শব্দ করে (‘ঠাস ঠাস ভাঙিছে বাঁশ)।
Leave a Reply