ঠাসা ক্রি. ১. গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); ২. চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); ৩. চেপে ঢুকানো; ৪. বোঝাই করা, ভরে দেওয়া; ৫. মর্দন করা (ময়দা ঠাসা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। Category: ঠ, বাংলা অভিধানপূর্ববর্তী:« ঠাস ঠাসপরবর্তী:ঠাসাঠাসি »
Leave a Reply