ঠুক [ ṭhuka ] বি. ঠক অপেক্ষা মৃদুতর শব্দ।
[ঠক২ দ্র]।
ঠুক ঠুক বি. ক্রমাগত ঠুক শব্দ (স্যাকরার ঠুক ঠুক)।
ঠুকর, (চলিত) ঠোকর [ ṭhukara, ṭhōkara ] বি.
১. পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত;
২. কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর);
৩. হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া);
৪. কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে);
৫. অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)।
[ধ্বন্যা.]।
ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
ঠুকা, ঠোকা [ ṭhukā, ṭhōkā ] বি. ক্রি.
১. সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা);
২. কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে);
৩. আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা);
৪. ধমক দেওয়া;
৫. বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?);
৬. রুজু করা (মামলা ঠোকা)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[বাং. ঠুক < ঠক]।
ঠুকঠুকি বি.
১. বারবার ঠোকা;
২. সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)।
ঠুকুনি বি.
১. আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা;
২. প্রহার;
৩. ধমক।
তাল ঠোকা, বুক ঠোকা যথাক্রমে তাল৫ ও বুক দ্র।
Leave a Reply