ঠুকর, (চলিত) ঠোকর [ ṭhukara, ṭhōkara ] বি.
১. পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত;
২. কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর);
৩. হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া);
৪. কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে);
৫. অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)।
[ধ্বন্যা.]।
Leave a Reply