ঠাণ্ডা [ ṭhāṇḍā ] বি.
১. শীতল (ঠাণ্ডা জল);
২. শান্ত, নম্র (ঠাণ্ডা স্বভাব)।
☐ বি. শীত (খুব ঠাণ্ডা পড়েছে)।
[বাং.-তু. হি. ঠন্ঢা]।
ঠাণ্ডা গরম বি. একবার শীতল একবার গরম এইরকম আবহাওয়া (ঠাণ্ডা-গরমে শরীর খারাপ হয়েছে)।
ঠাণ্ডা লড়াই [ ṭhāṇḍā laḍ়āi ] বি. লড়াই বা যুদ্ধ নয় তবে মন কষাকষি এবং পারম্পরিক বিদ্বেষ (ওদের মধ্যে এখন ঠাণ্ডা লড়াই চলছে)।
[বাং. ঠাণ্ডা + হি. লড়াই। ইং. cold war এর অনুসরণে]।
Leave a Reply