ঠেকা [ ṭhēkā ] ক্রি.
১. ছোঁয়া লাগা, লাগা (বইটা পায়ে ঠেকছে);
২. বিপদে পড়া (ঠেকে শেখে, দায়ে ঠেকা);
৩. বাধা পাওয়া, প্রতিহত হওয়া (বলটা দেওয়ালে ঠেকে ফিরে এসেছে);
৪. গিয়ে থামা (নৌকোটা তীরে গিয়ে ঠেকল);
৫. উপনীত হওয়া, পৌঁছানো (আয় শূন্যে এসে ঠেকেছে);
৬. ধারণা হওয়া, (ব্যাপারটা ভালো ঠেকছে না)।
☐ বি.
১. সংকট (ঠেকার কাজ চালানো);
২. স্পর্শ (ঠেকা লাগা);
৩. গানে তবলার সংগত;
৪. ঠেক, ঠেকনা;
৫. (আঞ্চ.) গরজ (আমার কী এমন ঠেকা পড়েছে?)।
☐ বিণ.
১. স্পৃষ্ট;
২. সংকটাপন্ন;
৩. বাধাপ্রাপ্ত;
৪. উপনীত;
৫. বিবেচিত।
[বাং. ঠেক + আ]।
ঠেকাঠেকি বি. পরস্পর স্পর্শ।
ঠেকানো ক্রি. বি. স্পর্শ করানো; দায়ে ফেলা; বাধা দেওয়া; আটকানো (হাঙামা ঠেকিয়ে রাখা, মৃত্যুকে ঠেকানো যায় না); উপনীত করানো (নৌকা তীরে ঠেকাও)।
Leave a Reply