ঠেলা [ ṭhēlā ] বি.
১. ধাক্কা (ঠেলা দেওয়া);
২. বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে দেওয়া (নৌকাটাকে ঠেলতে হবে);
৩. সংকট, দায় (ঠেলা সামলানো);
৪. হাত দিয়ে ঠেলে চালাতে হয় এমন মালবাহী গাড়িবিশেষ (ঠেলাওয়ালা)।
☐ ক্রি. ১. ধাক্কা দেওয়া;
২. জোরে আঘাত করে অগ্রসর করানো;
৩. অগ্রাহ্য বা অমান্য করা (কথা ঠেলা);
৪. বর্জন করা (‘না ঠেলহ ছলে অবলা অখলে’: চণ্ডী.);
৫. একঘরে করা (জাতে ঠেলা)। [হি. ঠেলনা]।
ঠেলাগাড়ি বি. যে মালবাহী গাড়ি মানুষে ঠেলে নিয়ে যায়।
ঠেলাঠেলি বি. পরস্পর ধাক্কাধাক্কি (ঠেলাঠেলি লেগে গেল)।
ঠেলার নাম বাবাজি — চিরদিন যাকে অবজ্ঞা করা হয়েছে বিপদে পড়ে তাকেও লোকে সমাদর করে।
Leave a Reply