ঠার [ ṭhāra ] বি. ইশারা, সংকেত (আঁখিঠার)।
[হি. ঠার]।
ঠারা ক্রি. ইশারা বা ইঙ্গিত করা; আড়ভাবে দেখা (চোখ ঠারা)।
ঠারাঠারি বি. চোখের ইশারা; চোখের ইশারা করে পরস্পরকে কিছু জানানো।
ঠারেঠোরে ক্রি-বিণ. ইঙ্গিতে বা ইশারায় (সে ঠারেঠোরে তার মনের কথা জানিয়ে দিল)।
Leave a Reply