ঠকা [ ṭhakā ] ক্রি.
১. প্রতারিত হওয়া (কেউ তোমাকে ঠকায়নি);
২. প্রাপ্যের কম পাওয়া (তিন টাকা ঠকেছ);
৩. হেরে যাওয়া (এতটুকু ছেলের কাছে ঠকে গেলে?)।
☐ বি. উক্ত সব অর্থে।
[সং. √ স্হগ্ + বাং. আ]।
ঠকানো ক্রি. বি.
১. প্রতারণা বা বঞ্চনা করা;
২. হারানো;
৩. অপ্রস্তুত বা অপ্রতিভ করা।
ঠকামি, ঠকামো বি. প্রতারণা, ঠকের কাজ।
Leave a Reply