টাঙা১ [ ṭāṅā১ ] বি. টাট্টুঘোড়ায় টানা দুই চাকার গাড়িবিশেষ।
[হি. টাঁগা]।
টাঙা২ [ ṭāṅā২ ] ক্রি. টাঙানো, ঝুলানো।
[সং. √ টঙ্ক + বাং. আ]।
টাঙানো বি. ক্রি. ঝুলানো, লম্বিত করা, লটকানো (মশারি টাঙানো)।
☐ বিণ. উক্ত অর্থে।
টাঙি, টাঙ্গি [ ṭāṅi, ṭāṅgi ] বি. কুঠারজাতীয় যুদ্ধাস্ত্রবিশেষ।
[সং. টঙ্গ]।
Leave a Reply