টাটা১ [ ṭā-ṭā১ ] বি. বিদায়দান বা বিদায়গ্রহণের সময় শুভেচ্ছা
প্রকাশের উক্তি, সাধারণত শিশুদের ক্ষেত্রে প্রচলিত। [ইং. ta-ta]।
টাটা২ [ ṭāṭā২ ] ক্রি. টাটানো, ব্যথার অনুভূতি হওয়া। [প্রাকৃ. তত্ত
< সং. তপ্ত]।
টাটানো ক্রি. বি. বেদনাযুক্ত হওয়া, ব্যথার বোধ হওয়া, টনটন করা (ফোঁড়াটা টাটাচ্ছে)।
টাটানি বি. টনটনানি, ব্যথার অনুভূতি।
চোখ টাটানো ক্রি. বি. অন্যের সুখ সইতে না পারা, ঈর্ষা হওয়া।
Leave a Reply