টানা১ [ ṭānā১ ] বি. ১. কাপড়ের লম্বা দিকের সুতো; ২.
দেরাজ, (টানওয়ালা টেবিল)।
[টানা২ দ্র]।
টানাপোড়েন বি. ১. কাপড়ের লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্হাপিত বা বোনা সুতো; ২. (আল.) বিরক্তিকর আসা-যাওয়া (দুই পক্ষের এই টানাপোড়েনে আমার প্রাণটা যে যায়)।
টানা২ [ ṭānā২ ] ক্রি.
১. আকর্ষণ করা (কাছে টানা);
২. আঁকা (রেখা টানা);
৩. বহন করা (মাল টানা);
৪. পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা);
৫. ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়);
৬. ধূমপান করা (বিড়ি টানা);
৭. শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া);
৮. (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে);
৯. (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ. ১. বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি);
২. হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা);
৩. সোজা (টানা পথ);
৪. ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা);
৫. মন্হন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ);
৬. বিস্তৃত, আয়ত (টানা চোখ);
৭. অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা);
৮. জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)।
[বাং. √ টান + আ < সং. √ তন্]।
টানাজাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ।
টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)।
টানাটানি বি. ১. পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; ২. অভাব-অনটন (টানাটানির সংসার)।
টানাবোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)।
টানাহেঁচড়া, টানাহ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।
Leave a Reply