টাল১ [ ṭāla ] বি. স্তূপ, গাদা (টাল দিয়ে আলু রাখা)।
[হি.]।
টাল২ [ ṭāla ] বি.
১. বাঁকা ভাব (তলোয়ারে টাল আছে);
২. এক দিকে ঝোঁক (চাকায় টাল আছে);
৩. হেলে পড়ার ভাব (টাল খেয়ে চলা);
৪. ধাক্কা, ঝুঁকি, বিপদ (টাল সামলানো);
৫. স্তোকবাক্য, ছলনা।
[সং. √ টল্]।
টালবাহানা বি. দেরি; মিথ্যা ওজর।
টালমাটাল বি. অতিশয় অস্হিরতা, চাঞ্চল্য, সংশয় বা বিপদের ভাব (টালমাটাল চলছে)।
☐ বিণ. অতিশয় অস্হির বা নড়বড়ে (কোম্পানির এখন টালমাটাল অবস্হা)।
Leave a Reply