টিকা১ [ ṭikā১ ] বি. কয়লার গুঁড়ো ইত্যাদিতে প্রস্তুত গুটিকার
আকৃতিবিশিষ্ট জ্বালানিবিশেষ। [হি. টিকিয়া]।
টিকা২ [ ṭikā২ ] বি. তিলক, কপালের ফোঁটা (রাজটিকা)। [প্রাকৃ.
টিক্ক < সং. তিলক]। টিকা পরানো বি. ক্রি. কপালে চন্দনাদির ফোঁটা দেওয়া।
টিকা৩ [ ṭikā৩ ] বি. দেহে ক্ষত করে বা সুচ বিদ্ধ করে বসন্তাদি রোগের প্রতিষেধক বীজ প্রয়োগ।
[তু. সং. গুটিকা, বটিকা]।
টিকা ওঠা ক্রি. বি. টিকার ঘা পেকে ওঠা। ̃ দার বি. যে টিকা দেয়।
টিকা৪, টেকা [ ṭikā৪, ṭēkā ] বি. ক্রি.
১. থাকা, তিষ্ঠানো (ঘরে আর টিকতে পারছি না);
২. স্হায়ী হওয়া (এ জুতো টিকবে?);
৩. বজায় থাকা (ধোপে টিকবে না);
৪. বাঁচা (রোগী কতক্ষণ টিকবে?)।
[হি. √ টিক]।
টিকানো ক্রি. বি. স্হায়ী করা, বজায় রাখা; স্বীকৃত বা গৃহীত করানো।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply