টোপ১ [ ṭōpa১ ] বি. ১. স্তূপের মতো উন্নতগঠন বস্তু. গদি আঁটবার বোতাম বা কাপড়ের গুটি, গহনাদির
উপর তোলা গুটির মতো নকশা (টোপ তোলা); ২. তরল পদার্থের ফোঁটা বা বিন্দু। [সং. স্তূপ]।
টোপ২ [ ṭōpa২ ] বি. (আঞ্চ.) টুপি। [পো. topo]।
টোপ৩ [ ṭōpa৩ ] বি. ১. মাছ ধরার জন্য বঁড়শিতে গাঁথা খাবার; ২. (আল.) প্রলোভনের সামগ্রী। [দেশি]।
টোপ গেলা ক্রি. বি. প্রলোভনের প্রতি আকৃষ্ট হওয়া।
টোপ ফেলা ক্রি. বি. আকৃষ্ট করার জন্য প্রলোভন দেখানো।
Leave a Reply