টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] ক্রি.
১. মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা);
২. আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা);
৩. সন্তর্পণে স্হাপন করা (পা টিপে চলা);
৪. ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা);
৫. গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)।
☐ বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]।
টিপাটিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত।
টিপানো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply