টান [ ṭāna ] বি.
১. আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান);
২. আঁট ভাব (দড়ির গিঁটের টান);
৩. বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান);
৪. আসক্তি, মমতা (নাড়ির টান);
৫. অভাব (পয়সার টান);
৬. অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান);
৭. হাঁপানি (টান উঠেছে);
৮. তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান);
৯. কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান);
১০. দেমাক, অহংকার (তার কথায় বড় টান)।
[টানা২ দ্র]।
টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)।
Leave a Reply