দিনলিপি
দাস্তাম্বু মির্জা গালিব
অনুবাদ: জাফর আলম
প্রকাশক: প্রথমা
দাম: ১৫০ টাকা
মির্জা গালিব শুধু উর্দু ভাষার শ্রেষ্ঠতম কবি ছিলেন না, উর্দু গদ্যেও তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ভারতের চরম এক রাজনৈতিক অস্থিরতার যুগে তাঁর জন্ম। কৈশোর ও যৌবনে আগ্রা ও দিল্লিতে অবস্থানকালে মোগল সাম্রাজ্যের পতন এবং ভারতের রাজনৈতিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছিল তাঁর। জীবনের সেই কালপর্ব কেবল রাজা-বাদশার উত্থান-পতনে সীমিত ছিল না, বরং সেটা ছিল মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনার উষালগ্ন।
মির্জা গালিবের জীবনের বিশেষ একটি সময়ের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার চিত্র তাঁর রচিত একান্ত দিনলিপি দাস্তাম্বুতে ফুটে উঠেছে।
চিত্রকলা
আঁখি মঞ্জিয়া দেখি রূপ
সাদা কালো রঙিন মানুষের মুখ
মাসুক হেলাল
মাওলা ব্রাদার্স \ দাম: ৭৫০ টাকা
মাসুক হেলাল চিত্রী ও লেখক। তাঁর ড্রয়িংও লেখার বই আঁখি মঞ্জিয়া দেখি রূপ। ড্রয়িং বলতে কিছু মানুষের মুখ। মাসুক হেলাল পথ-ঘাটের কিছু মানুষকে দেখেছেন, এঁকেছেন এবং লিখেছেন। পোর্ট্রেটের বাস্তব মডেলদের ছোট সুখ, ছোট দুঃখ, বড় সুখ, বড় দুঃখের কথা, লিখেছেন বড় মমতায়, এঁকেছেন বড় মমতায়।আঁঁকায় লেখায় সেই রূপকে ধরেছেন, দুই আাঁাখি না ‘মঞ্জিয়া’ যে রূপ কখনোই দেখা হয়ে ওঠেনি।
মানুষের মুখ মানে তার অন্তর, মুখই আসলে মানুষের ভেতরের প্রতিচ্ছবি, তার আশা-আনন্দ, তার সংগ্রাম-ব্যর্থতা, তার স্বাস্থ্য আর সৌন্দর্যের একটা এক্স-রে প্লেট।
গল্পগ্রন্থ
পুচ্ছ নাচিবার কালে
হামিদ কায়সার
শুদ্ধস্বর প্রকাশনী
দাম: ২০০ টাকা
যুবক ধুঁকছে হূদয়-অসুখে। শিল্পী পাচ্ছে না ক্যানভাসে প্রিয় মুখ। পড়শির জানালায় আর্তচোখে কাক। বয়স কুটছে মাথা মুঠোফোনে। সংজ্ঞা লুপ্ত রোমান্টিকতার। কাতরাচ্ছে প্রেম ডানা ভাঙা পালকে। ভালোবাসা শুধু পাশ ফিরে শোয়। হিসাবের লেনদেনে প্রিয় সুঘ্রাণ…জীবন থেকে জীবন লক্ষ যোজন দূর—আসুন, ভরপুর প্রেমের গল্প আজ পাঠ করি সবে! প্রেমের সঙ্গে প্রেম করেনি কে এই চণ্ডাল ভবে! প্রেমের জন্য প্রেম, মর্ত্য আঁধার করেন মা…দশ বছরের সন্তান হয় নিমিষেই অচেনা…লাশ পড়ে থাকে ইয়াবা শ্বাসরোধে…আমাদের মগজে-বোধে-চৈতন্যে কোনো খ্যাপা পাগল এক ঘণ্টা বাজায়…শুনুন কান পেতে…ওই পুচ্ছ নেচে যায়…
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ২৫, ২০১১
Leave a Reply