টিপ টিপ [ ṭipa ṭipa ] বি. ১. টপ টপ থেকে মৃদুতর শব্দ; ২. ক্রমাগত মৃদু বৃষ্টিপাতের শব্দ (টিপ টিপ করে বৃষ্টি পড়া); ৩. মৃদু শিখা (প্রদীপটা টিপ টিপ করে জ্বলছে); ৪. ভয় বা বেদনার জন্য মৃদু স্পন্দনের ভাব (বুক টিপ টিপ করা)।
[দেশি]।
টিপটিপানি বি. টিপ টিপ করার ভাব বা অবস্হা; দুরুদুরু ভাব।
Leave a Reply