টালা [ ṭālā ] ক্রি. ১. অবহেলা করা; ২. বৃথা সময় নষ্ট করা (‘মনুষ্য দুর্লভ জন্ম বৃথা কেন টাল’: ঘ.); ৩. ভাঁড়ানো (‘সত্য কথা মিথ্যা করি টালে’: শি.); ৪. অগ্রাহ্য করা; ৫. চালা; বিচলিত করা, নড়চড় করা।
[সং. √ টালি > √ টল্ + বাং. আ]।
টালাচালি বি. নাড়ানাড়ি; বারবার নড়চড় (কথা টালাটালি)।
Leave a Reply