টাঁকা১ [ ṭānkā ] বি. ক্রি. সেলাই করে জুড়ে দেওয়া (জামার ধারটা টেঁকে দিতে হবে)।
☐ বিণ. উক্ত অর্থে (টাঁকা ব্লাউজ)।
[সং. √ তঙ্ক-তু. হি. √ টাক]।
টাঁকা২ [ ṭānkā ] বি. ক্রি. ১. তাক করা; ২. আগে থেকে বলা; ৩. কামনা করা (‘মরণ টাঁকিলি’: ভা. চ.); ৪. প্রতীক্ষা করা।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[বাং. টাঁক + আ]।
Leave a Reply