টাইপ [ ṭāipa ] বি. ১. অক্ষর (ছাপাখানার টাইপ, টাইপরাইটারের টাইপ); ২. ধরন, প্রকার (বদ টাইপের লোক, নাটকে টাইপ সৃষ্টি করা)।
[ইং. type]।
টাইপ করা ক্রি. বি. টাইপরাইটারে লেখা বা ছাপ দেওয়া।
টাইপরাইটার বি. লেখার বা অক্ষর ছাপার যন্ত্রবিশেষ, typewriter.
টাইপিস্ট বি. টাইপ করার কর্মে নিযুক্ত ব্যক্তি, (পরি.) মুদ্রলেখক।
Leave a Reply