টসটস [ ṭasa-ṭasa ] বি. ১. রসে পরিপূর্ণ হওয়ার ভাব (ফলটা পেকে টসটস করছে); ২. ফোঁটায় ফোঁটায় পড়ার বা জল রস পুঁজ প্রভৃতিতে পূর্ণ হওয়ার ভাব (ফোঁড়াটা টসটস করছে)।
[ধ্বন্যা.]।
টসটসে বিণ. টসটস করছে এমন; ফোঁটা ফোঁটা পড়ছে এমন; রসে বা পুঁজে ভরতি এমন (টসটসে ফোঁড়া)।
Leave a Reply