টকা [ ṭakā ] ক্রি.
১. বিকৃত হওয়া, কটু হয়ে যাওয়া (তরকারিটা টকে গেছে);
২. টকের সংস্পর্শে শিরশির করা বা অস্বস্তিকর অনুভূতি হওয়া (দাঁত টকে যাওয়া)।
☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
[বাং. টক + আ]।
টকানো ক্রি. অম্ল স্বাদযুক্ত করা, টকিয়ে দেওয়া।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply