ঝাঁজ১ — ঝাঁজি -র রূপভেদ।
ঝাঁজ২, ঝাঁঝ১ [ jhānja, jhānja ] বি. ১. আঁচ, প্রখর তেজ (রোদের ঝাঁজ); ২. তীব্র গন্ধ বা স্বাদ (ওষুধের ঝাঁজ); ৩. ক্রুদ্ধ ভাব, উগ্র মেজাজ (কথার ঝাঁজ, ঝাঁজ দেখিয়ে চলে গেল)।
[তু. হি. ঝাঁঝ]।
ঝাঁজালো, ঝাঁঝালো বিণ. ঝাঁজয়ুক্ত, তীব্র, তীক্ষ্ণ; উগ্র।
ঝাঁজ৩, ঝাঁঝ২, ঝাঁজর১, ঝাঁঝর১ [ jhānja৩, jhānjha, jhānjara, jhānjhara ] বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসর।
[সং. ঝর্ঝর]।
ঝাঁজর২, ঝাঁঝর২ [ jhānjara, jhānjhara ] বিণ. বহু ছিদ্রযুক্ত, ফোঁপরা।
[তু. সং. জর্জরীক (বহুছিদ্র)]।
ঝাঁজরা, ঝাঁঝরা বিণ. ১. বহুছিদ্রযুক্ত (গুলিতে বুকটা ঝাঁজরা হয়ে গেছে); ২. জীর্ণ; ৩. শূন্যগর্ভ।
☐ বি. বহুছিদ্রযুক্ত হাতা, ঝাঁঝরি, ছানতা।
ঝাঁজরি, ঝাঁঝরি বি. ১. বহুছিদ্রযুক্ত হাতাবিশেষ; ২. নর্দমার মুখের লোহার ঢাকনি; ৩. জল ছিটাবার ছিদ্রযুক্ত পাত্রবিশেষ, ঝারি।
Leave a Reply