ঝাড়পোঁছ, ঝাড়াপোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি।
ঝাড়াপোঁছাই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)।
ঝাড়াপোঁছাইবাছাই বি. শোধন, পরিষ্কার করা।
ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ।
ঝাড়াপোঁছানো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ঝাড়াপোঁছাবাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই।
Leave a Reply