ঝাড়া [ jhāḍā ] ক্রি.
১. ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া);
২. নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া);
৩. খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া);
৪. যেকোনো পাত্র উপুড় করে নাড়া;
৫. নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া);
৬. মিটানো (গায়ের ঝাল ঝাড়া);
৭. (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া);
৮. দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা);
৯. আছড়ানো (ধান ঝাড়া);
১০. মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ.
১. ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা);
২. পরিষ্কৃত, সাফ;
৩. যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ);
৪. একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)।
[হি. √ ঝাড়]।
ঝাড়পোঁছ, ঝাড়াপোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি।
ঝাড়পোঁছই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)।
ঝাড়াপোঁছাই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা।
ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ।
ঝাড়াপোঁছানো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ঝাড়াপোঁছাবাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই।
Leave a Reply