ঝাড়১ [ jhāḍ ] বি. ১. ঝোপ, ঘন ডালপালার গুচ্ছ (বাঁশঝাড়, গোলাপের ঝাড়); ২. গোষ্ঠী, বংশ (শয়তানের ঝাড়, ঝাড়েরবংশে শেষ হয়ে যাওয়া); ৩. বহু শাখাযুক্ত দীপাধার বা লণ্ঠন (বলোয়ারি ঝাড়)।
[সং. ঝাট (রাশীকৃত, একত্রবদ্ধ)]।
ঝাড়২ [ jhāḍ ] বি. (অশা.) বকুনি, তিরস্কার (এমন ঝাড় দেব)।
[ঝাড়া দ্র]।
Leave a Reply