ঝাঁপা১ [ jhāmpā ] বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ, ঝাঁপটা।
[বাং. ঝাঁপ১ + আ]।
ঝাঁপা২ [ jhāmpā] ক্রি. ঝাঁপানো, লাফিয়ে পড়া (জলে ঝাঁপাছে)।
[সং. ঝম্প + বাং. আ]।
ঝাঁপা৩ [ jhāmpā ] ক্রি. (প্রা. বাং.)
১. মনে পড়া (‘তাহার রূপ সদা মনে ঝাঁপে গো’: চণ্ডী);
২. (প্রা. বাং.) ক্ষেপণ করা (‘হাতে লই জাল তুরিতে ঝাঁপায় তারে’: চণ্ডী);
৩. আচ্ছাদন করা, ঢাকা (‘বদন ঝাঁপিব বাসে’: জ্ঞান.)।
[প্রাকৃ. √ ঝংপ + বাং. আ]।
Leave a Reply