ঝাঁপ১ [ jhāmpa ] বি. ১. আচ্ছাদন, ঢাকনি; ২. বাঁশ দরমা ইত্যাদির ঝুলানো কপাট (দোকানের ঝাঁপ ফেলা); ৩. তাঁতে টানার সুতোর যে ফাঁকের মধ্য দিয়ে মাকু চলে।
[হি.-তু. ঝাঁপা৩]।
ঝাঁপ২ [ jhāmpa ] বি. হাত-পা ছড়িয়ে উপর থেকে লাফিয়ে পড়া; লাফ (জলে ঝাঁপ দেওয়া)।
[সং. ঝম্প]।
Leave a Reply