ঝামর [ jhāmara ] বিণ. ঝামার মতো বিবর্ণ বা মলিন (‘হেমকান্তি ঝামর হইল’: যদু.)।
[সং. ঝামক]।
ঝামরা ক্রি. ঝামরানো।
ঝামরচুলো বিণ. বিবর্ণ বা মলিন চুলবিশিষ্ট (‘ডাইনী যেন ঝামরচুলো’: স. দ.)।
ঝামরানো বি. ক্রি. ১. মলিন বা বিবর্ণ হওয়া; ২. শ্লেষ্মা বা রসের বৃদ্ধির জন্য অস্বাভাবিক হওয়া (চোখ-মুখ ঝামরেছে); ৩. জলভারাক্রান্ত হওয়া; ৪. বৃষ্টির সংকেত দেওয়া (আকাশ ঝামরে উঠেছে)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply