ঝালা১ [ jhālā ] ক্রি. সেতার সরোদ প্রভৃতি তারযন্ত্রে দ্রুত ঝংকার তোলা।
☐ বি. ঝালার কাজ (সেতারের ঝালা)। [তু. হি. জলদ (দ্রুত)]।
ঝালা২, ঝালাই [ jhālā, jhālāi ] বি. ১. পান দিয়ে ধাতুদ্রব্য জোড়া; ২. ভিতরের আবর্জনা তুলে ফেলা, পঙ্কোদ্ধার করা (বহুদিন পুকুর ঝালা হয়নি)।
[হি. √ ঝাড়]।
ঝালানো ক্রি. বি. পান দিয়ে জোড়ানো; পঙ্কোদ্ধার করানো; (আল.) মকশো করা, নতুন করে প্রয়োগ করা বা সাধা (পরিচয়টা ঝালানো দরকার)।
ঝালাপালা [ jhālā-pālā ] বিণ ১. তীব্র শব্দে প্রায় বধির হয়ে গেছে এমন (কান ঝালাপালা হয়ে গেছে); ২. অতি বিরক্ত (‘করিলেক ঝালাপালা তনুপ্রাণ রহে না’: ভা. চ.)।
☐ বি. ১. কানকে পীড়িত বা বধির করে এমন শব্দ;
২. উত্পাত, উপদ্রব।
[বাং. ঝালা২ + পারা (মতো, সদৃশ)-তু. জ্বালা + পালা (সহচর শব্দ)]।
Leave a Reply