ঝোলা১ [ jhōlā ] বিণ. ঝোলের মতো, পাতলা (ঝোলা গুড়)।
[বাং. ঝোল + আ]।
ঝোলা২ [ jhōlā ] বিণ. ঢোলা; লম্বা ও ঢিলা (ঝোলা জামা, ঝোলা আস্তিন)।
[বাং. ঝুল + আ]।
ঝোলা৩ [ jhōlā ] বি. বড় থলি বা ঝুলি (ঝোলার মধ্যে কী আছে?)।
[হি. ঝোলী]।
ঝোলাঝুলি বি. ছোট বড় সবরকমের থলি।
ঝোলামালা বি. ভিখারি বৈষ্ণবের ভিক্ষার ঝুলি ও কণ্ঠের মালা।
ঝোলা৪, ঝোলানো১ [ jhōlā, jhōlānō ] যথাক্রমে ঝুলা ও ঝুলানো -র চলিত রূপ।
ঝোলানো২ [ jhōlānō ] ক্রি. বি. (কথ্য) অসুবিধায় বা অস্বস্তিতে ফেলা (তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছি, আমাকে ঝোলাবে না তো?)।
[বাং. ঝুলা + নো]।
Leave a Reply